ঝিনাইদহের মহশেপুর সীমান্তে এক দালালসহ ১০ জন বাংলাদেশিকে আটক করছে ৫৮ বিজিবি।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১০ জন বাংলাদেশিকে আটক করেছে ৫৮ বিজিবি। এদের মধ্যে একজন দালালও রয়েছে। বৃহস্পতিবার (১ মে) বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে উপজেলার বেনিপুর ও বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। সীমান্ত অতিক্রমের সময় তারা বিজিবির নিয়মিত টহলে ধরা পড়ে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুপুর ১২টা ৩০ মিনিটে বেনিপুর বিওপির সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের আমবাগানের সামনে টহল চালিয়ে দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করেন।

এর আগে, বুধবার রাত ৪টার দিকে বাঘাডাঙ্গা বিওপির সদস্যরা কাঞ্চনপুর গ্রামের একটি ব্রিজের কাছ থেকে মানবপাচারে জড়িত এক দালালকে আটক করে। ধৃত দালাল হলেন মহেশপুর উপজেলার হুদাপাড়া গ্রামের মহাসেন বিশ্বাস (১৯)। এ সময় তার একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

উক্ত অভিযানে আরও দুইজন পুরুষ, দুইজন নারী ও এক শিশুকে আটক করা হয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক। বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here