নুরের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, গভীর ষড়যন্ত্র: অ্যাটর্নি জেনারেল

গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর সাম্প্রতিক হামলাকে নিছক কোনো একক ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, “নুরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। জাতীয় পার্টি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই বিপ্লবে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল। এবারও তারা সেই অতীতের পুনরাবৃত্তি ঘটিয়েছে। তাই দলটিকে নিষিদ্ধ ঘোষণার যে দাবি উঠেছে, তা আইনি কাঠামোর মধ্য দিয়ে যাচাই করে দেখা হবে।”

এর আগে সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে টেলিভিশন সেন্টার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন তিনি।

পরে শহরের সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর এবং গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here