কুষ্টিয়ার খোকসা উপজেলায় জমির পর্চা তোলার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে এক দলিল লেখককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা কমপাউন্ডে সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত দলিল লেখক শ্রী বাহুবল্লভ সরকার (লাইসেন্স নম্বর-২৫) উপজেলার মানিকাট গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কৃষক নিত্য রঞ্জন পাল তার জমি রেজিস্ট্রির জন্য আরএস পর্চার প্রয়োজন হলে, দলিল লেখক শ্রী বাহুবল্লভ সরকার তার কাছ থেকে ৪৫০০ টাকা আদায় করেন। পরে ভুক্তভোগী কৃষক উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে মৌখিকভাবে অভিযোগ করলে, অভিযুক্ত দলিল লেখককে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে কৃষক নিত্য রঞ্জন পালের জামাতা বিকাশ বাছাড় জানান, তার শ্বশুর একটি মন্দির ও নিজের ছেলের নামে ৯৯ শতাংশ জমি দান করতে গেলে পর্চা সংক্রান্ত জটিলতা দেখা দেয়। সাব-রেজিস্ট্রার অফিস থেকে সার্টিফাইড কপি আনতে বলা হয়। পরে পর্চা জমা দিয়ে রেজিস্ট্রির পর দলিল লেখক ৪৫০০ টাকা দাবি করেন। টাকা পরিশোধের পর ভুক্তভোগী প্রশাসনের কাছে অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।