সিরাজগঞ্জের সলঙ্গায় জিনের বাদশা প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চলাকালে তাদের কাছে থেকে সোনালী রংয়ের ৬টি মুর্তি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর বানিয়াপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে শফিউল আলম ও তার স্ত্রী ফাতেমা খাতুন, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার টেরীপাড়া গ্রামের মনোয়ার হোসেন, পাবনা আমিনপুর থানার সৈয়দপুর দক্ষিনপাড়া গ্রামের সাহেব আলী শেখের ছেলে মজিবর রহমান ও বন্দের আলী সরদারের ছেলে আকাশ সরদার।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করার সময়, উত্তরবঙ্গ হতে আসা একটি বাস তল্লাশি করে ৫ জন যাত্রীবেশী জিনের বাদশা প্রতারকদের আটক করা হয়।
তারা হাটিকুমরুল গোলচত্ত্বরে দিয়ে পাবনা যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠে। সেসময় থানার এস আই রাজ্জাক, এস আই ওবাইদুর রহমান তাদের নিকটে থাকা ব্যাগ তল্লাশী করে ৬ টি সোনালী রংয়ের মুর্তি ও বিভিন্ন ধরনের আর্যুবেদীক ঔষধ উদ্ধার করে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার সলঙ্গা থানায় প্রেস বিফিং করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।