ঝিনাইদহ সদর উপজেলার গাড়ামারা গ্রামের নলবিলের মাঠ থেকে মোহাম্মদ আলী (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে স্থানীয় কৃষকেরা মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে সদর থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মোহাম্মদ আলী একই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বিকেলে মোহাম্মদ আলী কাজের উদ্দেশ্যে মাঠে যান। রাতে অন্যান্য কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে তার নিথর দেহ দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মরদেহে অন্তত দুই জায়গায় আঘাতের চিহ্ন ছিল।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা, না কি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।