ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ওবায়দুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) ভোররাতে উপজেলার মধুপুর সীমান্তের ওপারে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুল মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার (২৬ এপ্রিল) গভীর রাতে ওবায়দুল, মিকাইলসহ ৭-৮ জন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের ঘিরে ফেলে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ওবায়দুল ও মিকাইল আটকাপড়েন। কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা যায়। পরে সীমান্তের ভারতীয় অংশে ওবায়দুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে বেলা ১২টার দিকে মিকাইল বাড়ি ফিরে আসেন।

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, সকাল পৌনে ৯টার দিকে বিএসএফের ব্যাটেলিয়ন কমান্ডার ফোন করে একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তবে মরদেহটি বাংলাদেশি কি না, তা তারা নিশ্চিত করতে পারেননি। মরদেহটি বর্তমানে ভারতের বাগদা থানায় রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিএসএফ ও বাগদা থানায় যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here