প্রবল বেগে মোংলা ও পায়রার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল

শক্তি বাড়িয়ে প্রবল বেগে মোংলা ও পায়রার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল, remal, Cyclone Remal, 10 major disaster signal in 9 districts including Payra, Mongla port
প্রতীকী ছবি

শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল মোংলা ও পায়রার দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান।

রবিবার (২৬ মে) সকালে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, ইতোমধ্যেই উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড়টি রোববার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা বা মধ্যরাতে মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ) খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে।

মো. আজিজুর রহমান বলেন, আজ বিকেল ৩টা থেকেই উপকূলে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব পড়বে। এরপর সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র।

তিনি বলেন, মোংলা ও পায়রার দিকে এগুচ্ছে রেমাল। ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সব মিলিয়ে ভয়াবহতার সব লক্ষণই রয়েছে।

‘রেমাল সিভিয়ার সাইক্লোন স্ট্রোমে পরিণত হওয়ার সময় ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ো বাতাস বয়ে যাবে’, যোগ করেন এই আবহাওয়াবিদ।

তাই বিকেল ৩টার আগেই উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানান মো. আজিজুর রহমান।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here