বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু, সর্বনিম্ন খরচ মাসে ৪২০০ টাকা

বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু, মাসে সর্বনিম্ন খরচ ৪২০০ টাকা

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলো স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। আজ সকালে প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক এক্স (পুরনো টুইটার) হ্যান্ডেলে এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেসবুক পোস্টে জানান, গতকাল বিকেলে তাকে টেলিফোনে এই বিষয়টি জানানো হয়।

স্টারলিংক প্রাথমিকভাবে দুটি ইন্টারনেট প্যাকেজ নিয়ে সেবা শুরু করেছে। এগুলো হলো — স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। রেসিডেন্স প্যাকেজের মাসিক খরচ ৬০০০ টাকা এবং রেসিডেন্স লাইটের জন্য লাগবে ৪২০০ টাকা। তবে উভয় প্যাকেজের জন্য গ্রাহকদের এককালীন ৪৭ হাজার টাকা মূল্যের যন্ত্রপাতি কিনতে হবে।

এই সেবাগুলোর উল্লেখযোগ্য বিষয় হলো, এখানে ডেটা ব্যবহারে কোনো সীমা নেই। গ্রাহকরা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আজ থেকেই বাংলাদেশি গ্রাহকরা স্টারলিংকের ওয়েবসাইট অথবা নির্ধারিত প্ল্যাটফর্ম থেকে সংযোগের জন্য অর্ডার করতে পারবেন।

যদিও এই ইন্টারনেট সেবা কিছুটা ব্যয়বহুল, তবে এতে দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের সুযোগ তৈরি হবে। বিশেষ করে যেসব জায়গায় এখনও ফাইবার অপটিক বা ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছায়নি, সেখানে এই স্যাটেলাইট সেবা বিকল্প হতে পারে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here