৮ বছরের আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে হিটু শেখের ফাঁসির আদেশ

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

শনিবার (১৭ মে) সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। মামলার রায়ে বলা হয়, মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন এবং সাতটি আলামত উপস্থাপন করা হয়েছে।

যারা খালাস পেয়েছেন, তারা হলেন- শিশুটির বোনের স্বামী, তার ভাই ও তাদের মা।

মামলার এজাহার অনুযায়ী, ১ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল শিশু আছিয়া। ৬ মার্চ, বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ মার্চ, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর ৮ মার্চ, শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনকে আসামি করে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা, মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৭ এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে পাঠানো হয় এবং ২০ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করা হয়। এর আগে, ১৫ মার্চ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে হিটু শেখ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here