খুলনার দাকোপে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি

খুলনার দাকোপে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি Water has entered the locality after breaking the dam at Dakope in Khulna, samagro tv, samagro barta, stv
খুলনার দাকোপে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনার দাকোপ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। রবিবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার শিবসা ও ঢাকী নদীর বাঁধ ভেঙে তিলডাঙ্গা ইউনিয়নের কামিনীবাসিয়া গ্রামের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এলাকা তলিয়ে যায়।

তিলডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ক্ষিতীশ গোলদার বলেন, একই এলাকায় পাঁচটি পয়েন্ট ভেঙে এখন পানি ঢুকছে। কামিনীবাসিয়া গ্রামের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের প্রায় পুরোটা লোনাপানি ঢুকে তলিয়ে গেছে। এলাকাটি পানি উন্নয়ন বোর্ডের ৩১ নম্বর পোল্ডারের আওতাভুক্ত।

তিনি আরও বলেন, এত উঁচু জোয়ার আগে তিনি দেখেননি। ঢাকি ও শিবসা নদীর মোহনায় কামিনীবাসিয়া পুরাতন পুলিশ ক্যাম্প সংলগ্ন ওই এলাকায় বেড়িবাঁধের অংশ খুব বেশি দুর্বল ছিল না। তবে বেশ কিছুটা নিচু হওয়ায় উচ্চ জোয়ারের চাপে পানি বেড়িবাঁধ ছাপিয়ে ভেতরে ঢোকে। এরপর বেড়িবাঁধের পাঁচটি পয়েন্ট ভেঙে যায়।

ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র কর্মকর্তা আমিনুল আজাদ বলেন, ‘ঘূর্ণিঝড় বর্তমানে কয়রা উপকূলীয় অঞ্চলে অবস্থান করছে। তবে ঘণ্টা খানেকের মধ্যে দুর্বল হয়ে পড়বে। আজ সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here