রেমালে বিধ্বস্ত সুন্দরবন: ৫৪ হরিণের মৃতদেহ উদ্ধার, বন্যপ্রাণী নিয়ে শঙ্কা

Dead bodies of 39 deer in the destroyed Sundarbans in Remal, concern about wild animals, samagro tv, samagro barta, stv online
রেমালে বিধ্বস্ত সুন্দরবন: ৫৪ হরিণের মৃতদেহ উদ্ধার, বন্যপ্রাণী নিয়ে শঙ্কা।

সময়ের সাথে স্পষ্ট হচ্ছে রেমালের আঘাতে বিধ্বস্ত সুন্দরবনের ক্ষত। সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে আরও ১৫টি হরিণ এবং একটি শূকরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৫৪ টি হরিণ এবং ২ টি শূকরের মরদেহ উদ্ধার করা হলো।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা অঞ্চলের বনসংরক্ষক মিহির কুমার দো।

মিহির কুমার দো জানান, মৃত হরিণগুলো কটকা অভয়ারণ্য এলাকায় মাটিচাপা দেয়া হয়েছে। এ ছাড়া ভেসে আসা ১৭টি জীবিত হরিণ উদ্ধার করা করা হয়। যা বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, দফায় দফায় উচ্চ জোয়ারের পানি সুন্দরবনের গহিনে উঠে যাওয়ায় হরিণগুলো সাঁতরে কূলে উঠতে না পেরে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বনের অবকাঠামো বিধ্বস্ত হয়ে যাওয়াসহ অন্যান্য ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিমাণ ৬ কোটি ২৭ লাখ টাকার ওপরে হবে।

একাধিক বন কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড়ে বনের পূর্ব ও পশ্চিম বন বিভাগের ফরেস্ট স্টেশন অফিস, ক্যাম্প ও ওয়াচ টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বনের ভেতরে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য যোগাযোগের মাধ্যম ওয়্যারলেস টাওয়ারও। মিষ্টি পানির পুকুর নিমজ্জিত হয়েছে লবণাক্ত পানিতে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here