ঝিনাইদহ ডিবির অভিযানে ২৪ বোতল ফেন্সিডিল সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ ডিবির অভিযানে ২৪ বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৪ বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সোমবার (৩ জুন) সাকালে ঝিনাইদহের ডিবি পুলিশের অভিযানে কোটচাঁদপুর থেকে ২৪ বোকল ভারতীয় মাদক ফেন্সিডিল সহ মমতাজ বেগম (৫৪) নামের এক নারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি মমতাজ বেগম চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার বাকা গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, অভিনব কায়দায় আসামীর বডিতে (শরীরে) ফিটিং করা কালো কাপড়ে তৈরী ব্যাগের ৪টি পকেটের প্রতিটিতে ৬ টি করে মোট ২৪ বোতল ফেনসিডিল রাখা ছিলো। কোটচাঁদপুর কাগমারী যাত্রী ছাউনির নিকট হতে কালীগঞ্জ খালিশপুর মহাসড়কের উপর হতে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার হয়।

এ বিষয়ে ঝিনাইদহের ডিবি পুলিশের ওসি মো: জুয়েল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here