গোপালগঞ্জে বেনজীরের রিসোর্ট নিয়ন্ত্রণে নিল জেলা প্রশাসন

গোপালগঞ্জে বেনজীরের সাভানা ইকো রিসোর্ট নিয়ন্ত্রণে নিল জেলা প্রশাসন, The district administration took control of Benazir's savana eco resort in Gopalganj
সাভানা ইকো রিসোর্ট, গোপালগঞ্জ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জে নির্মিত ‘সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের তত্বাবধায়ক নিয়োগ করে নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (৮ জুন) সকাল থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পার্কের যাবতীয় কার্যক্রম চালু থাকবে।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং মাদারীপুর ও গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশনের দুটি দল যায় রিসোর্টে। পরে বেনজীর ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্টের নিয়ন্ত্রণ বুঝে নেন তারা।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার, দুদকের গোপালগঞ্জের উপ-পরিচালক, দুদক মাদারীপুরের সহকারী পরিচালকসহ জেলা প্রশাসন ও দুদক কর্মকর্তারা। উল্লেখ্য, জেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে এই রিসোর্টটি।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here