ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত
ফয়সাল আহমেদ-সমগ্র টিভি, ঝিনাইদহ
ঝিনাইদহে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি দিবস ২০২৫। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন।”
অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা প্রশাসক, ঝিনাইদহ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোঃ আবদুল কাদের, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ঝিনাইদহ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জনাব হাসানুজ্জামান, সমাজসেবা অফিসার(রেজি:), জেলা সমাজসেবা কার্যালয়, ঝিনাইদহ।
এছাড়া উপস্থিত ছিলেন তরী সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাসান ইমরানসহ জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা দৃষ্টি প্রতিবন্ধীদের স্বনির্ভরতা ও অধিকার নিশ্চিত করতে সামাজিক সহযোগিতা ও প্রযুক্তিগত সহায়তার ওপর গুরুত্ব আরোপ করেন। পরে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে সাদাছড়ি তুলে দেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিবছর ১৫ অক্টোবর সারা বিশ্বে দিবসটি পালিত হয় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে।