র্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে,
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন মধুপুর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক ০১.১০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন মধুপুর গ্রামস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য (১০ কেজি) গাঁজাসহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-
১। মোঃ সুজন আল(৩৫), পিতা- মোঃ খয়বার মন্ডল, সাং- মধুপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা এবং
২। মোঃ আরশাদ মন্ডল(৬০), পিতা- মৃত আকবর মন্ডল, সাং- আবদালপুর, থানা- ইবি, জেলা- কুষ্টিয়াদ্বয়কে
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা (১০ কেজি), ০৩টি মোবাইল এবং ০৪টি সিমকার্ডসহ উদ্ধারপূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।