সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ হওয়ার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার (৭ জুলাই) এ প্রসঙ্গে ডিএমপি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ হয়েছে এমন কোনো তথ্য ডিএমপির কাছে নেই। ওই তথ্য সঠিক নয়।
তিনি বলেন, ৪ থেকে ৬ মে পর্যন্ত ৭২ ঘণ্টায় শিশু নিখোঁজের ঘটনায় বিভিন্ন থানায় ৩৩টি জিডি করা হয়।
জুন মাসে, ৪ থেকে ৬ তারিখ পর্যন্ত ৭২ ঘণ্টায় ৩৬টি জিডি করা হয়। একইভাবে, ৪ থেকে ৬ জুলাই ৭২ ঘণ্টায় ৩২টি জিডি করা হয়। নিখোঁজ হওয়ার শিশুদের বেশিরভাগ পরবর্তীতে সন্ধান পাওয়া গেছে।
এর আগে শনিবার সকাল থেকে ‘৪৮ ঘণ্টায় ৩৫ শিশু নিখোঁজ’ এমন একটি পোস্ট ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডির মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এতে বলা হয়, ব্রেকিং নিউজ, গত ৪৮ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামে ৩৫ শিশু নিখোঁজ হয়েছে। ফেসবুকে এসব পোস্ট দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেক অভিভাবক।
ডিএমপি জানায়, তদন্তে দেখা গেছে, একের পর এক শিশু নিখোঁজ হওয়ার এই অভিযোগ ভিত্তিহীন। নিখোঁজ হিসেবে যাদের পোস্ট করা হয়েছিল তাদের অনেককে পরে পাওয়া গেছে। আবার পাওয়া গেলেও তা আর জানানো হয় না।
‘শিশু নিখোঁজ’ গুজবে বিভ্রান্ত হবেন না
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত পোস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এসেছে। ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত এ ধরনের পোস্ট নিছক গুজব। এ ধরনের গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে।
রবিবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।