পুকুরে ফেলা গ্যাস বাবুর মোবাইল এখনও উদ্ধার হয়নি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর পুকুরে ফেলে দেওয়া মোবাইল উদ্ধারসহ আলামত উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এ পর্যন্ত বাবুর ফেলে দেওয়া তিনটি মোবাইলের একটিও পাওয়া যায়নি।

বুধবার (২৬ জুন) বেলা ১১টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারুক আযমের নিতৃত্বে এই অভিযান শুরু হয়।

শহরের গাঙ্গুলি মিষ্টান্ন ভান্ডারের পেছনের পুকুর ও স্টেডিয়ামে পূর্ব পাশের পুকুরে আলামত উদ্ধার অভিযান চলছে।

বাবুর ভাষ্যমতে ওই পুকুরগুলোতে দু’টি মোবাইল ফেলে দেন গ্যাস বাবু। মোবাইল উদ্ধারে ডুবুরি ও জেলেরা জাল নিয়ে পুকুরে নেমে উদ্ধার চলমান রয়েছে।

আলামত উদ্ধার অভিযানে ঢাকার ডিবি প্রধান হারুনুর রশিদ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বর্তমানে ঝিনাইদহ সার্কিট হাউসে অবস্থান করছেন।

সরোজমিনে দেখা যায়, ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকার গাঙ্গুলি মিষ্টান্ন ভান্ডারসহ আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়েছে। ঝুলানো হয়েছে ক্রাইম সিনের লোগো। মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ। ঢাকা থেকে ডিবির একাধিক কর্মকর্তা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন।

মামলার অন্যতম আসামি কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঘটনাস্থলে তার দেখানো পুকুরে অভিযান চলছে। দু’টি পুকুরে উদ্ধার অভিযান চললেও এখন পর্যন্ত কোনো আলামত উদ্ধার করতে পারেনি জেলেরা।

আনার হত্যা: শিমুলের সঙ্গে কথা বলে ৩টি ফোনই পুকুরে ফেলেন ‘গ্যাস বাবু’

গতকাল মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে চারটায় গাজীপুর কাশিমপুর কারাগার থেকে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন গ্যাস বাবুর ব্যবহার করা তিনটি মোবাইল ফোন ঝিনাইদহ জেলা শহরের দু’টি পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

এর আগে সকাল ১১টার দিকে গ্যাস বাবুকে প্রথম ঘটনার স্থল গাঙ্গুলি মিষ্টান্ন ভান্ডারের পেছনের পুকুরে আনা হয় এবং সেখানে দাঁড়িয়ে বাবুর উপস্থিতিতেই অভিযান পরিচালনা হয়। এরপর বেলা ১টার দিকে বাবুকে নিয়ে স্টেডিয়ামের পূর্ব পাশে তার দেখানো পুকুরে জেলে নামানো হয়। এখন পর্যন্ত বাবুর ফেলে দেওয়া তিনটি মোবাইলের একটিও পাওয়া যায়নি।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দিন বলেন, সাড়ে বারোটার দিকে ডিবি প্রধান হারুনুর রশিদ হেলিকপ্টারযোগে স্টেডিয়ামে নামেন। সেখান থেকে ঘটনাস্থলে সরাসরি চলে যান। এরপর গাঙ্গুলি মিষ্টান্ন ভান্ডারের পেছনের পুকুরে ডুবুরি ও জেলে নামানো হয়। সেখানে বাবুকে উপস্থিত রাখা হয়। মোবাইল উদ্ধারে এ অভিযান চলমান রয়েছে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here