ভারতে চলছে লোকসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচনে তারকাদের সরব ভুমিকা রয়েছে এবারও।
পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার ঘাটালে থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন টালি সুপারস্টার দেব ওরফে দীপক অধিকারী।
মেদিনীপুরে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই কেন্দ্রেই। এক দিকে ঘাটালে দেব বনাম হিরণ। অন্য দিকে, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে টানটান প্রতিযোগিতা চলছে জুন মালিয়া এবং অগ্নিমিত্রা পালের।
দুপুর ১২টা পর্যন্ত ঘাটালে দেবের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৪২ হাজার ৪২৫। হিরণ পেয়েছেন ১ লক্ষ ২১ হাজার ৫৩৩ ভোট। প্রায় ২১ হাজার ভোটে এগিয়ে রয়েছেন দেব।
মেদিনীপুরে অগ্নিমিত্রা ১৫৭৩ ভোটের ব্যবধানে পিছনে ফেলে দিয়েছেন জুনকে। ঝাড়গ্রামেও ২১ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
প্রাথমিক তথ্য বলছে, এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুসারে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৪ আসনে এগিয়ে আছে, আর ইন্ডিয়া জোট ২২৮ আসনে।