ঝিনাইদহে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যাকাণ্ড

ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামে তোয়াজ উদ্দিন শেখ (৫০) নামের এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তোয়াজ উদ্দিন ওই গ্রামের হারিস আলী শেখের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তোয়াজ উদ্দিনের বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকে। স্থানীয়রা বিষয়টি তার স্বজনদের জানালে তারা জানালা দিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে রাত সাড়ে ৭টার দিকে সদর থানার পুলিশ গিয়ে ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

সুরতহালে দেখা যায়, নিহতের হাত-পা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে পুলিশ।

স্থানীয়দের বরাতে জানা গেছে, তোয়াজ উদ্দিন গত সপ্তাহে ঢাকা থেকে গ্রামে ফেরেন। স্ত্রী-সন্তান না থাকায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন। সর্বশেষ সোমবার (১ সেপ্টেম্বর) তাকে স্থানীয়দের সঙ্গে দেখা যায়। এরপর থেকে আর তাকে জনসম্মুখে পাওয়া যায়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করেছি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here