বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠন-এর অনুকূলে “চেক বিতরণ অনুষ্ঠান”।
২২ সেপ্টেম্বর ২০২৫, রোজঃ সোমবার।
রাজু আহম্মেদ-সমগ্র টিভি,ঝিনাইদহ।
ঝিনাইদহ জেলা প্রশাসকের আয়োজনে,জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১.০০টায় ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব আবদুল কাদের এর সভাপতিত্ব চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেনঃ জনাব সাইফুর রহমান-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ঝিনাইদহ, জনাব মোঃ মমিনুর রহমান-সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় ঝিনাইদহ, জনাব হাসানুজ্জামান- সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) জেলা সমাজসেবা কার্যালয় ঝিনাইদহ, জনাব মোঃ আনারুল ইসলাম বাদশা-সাধারণ সম্পাদক, জেলা এনজিও সমন্বয় পরিষদ ঝিনাইদহ।
এছাড়াও উপস্থিত ছিলেন-সাংবাদিক, শিক্ষাবিদ, তরী এনজিও সহ বিভিন্ন এনজিও এর নির্বাহী পরিচালক ও প্রতিনিধিগন।
প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, সরকারের পাশাপাশি এনজিও সমূহের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বিশেষ প্রসংসা দাবিদার, এই সময় আরো বলেন সরকার কর্তৃক যে চেক প্রদান করা হলো তা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয়; এটি জিও-এনজিও সমন্বিত কাজের একটি স্বীকৃতি।
আগামী দিনেও জিও-এনজিও একসঙ্গে সমন্বিত ভাবে কাজ করবে সেই প্রত্যাশা থাকবে।
অনুষ্ঠানের সভাপতি মোঃ আবদুল কাদের বলেন, ঝিনাইদহ জেলার সমাজসেবার নিবন্ধিত সকল এনজিও সমূহের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সরকারের সহায়ক শক্তি হিসাবে করে যাচ্ছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত চেক প্রদান সংস্থা সমূহের কাজের গতি আরো বেগবান করবে বলে আশা প্রকাশ করছি।