ঝিনাইদহে সাপের দংশন প্রতিকার ও করণীয় বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান
২৫ সেপ্টেম্বর ২০২৫, রোজঃ বৃহস্পতিবার
ফয়সাল আহমেদ-সমগ্র টিভি, ঝিনাইদহ
ঝিনাইদহসহ সারা দেশে দিন দিন সাপে কাটা রোগীর সংখ্যা বেড়ে চলেছে। গ্রামাঞ্চলে চিকিৎসা সেবার সীমাবদ্ধতা এবং অজ্ঞতার কারণে অনেক ক্ষেত্রেই সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় না। ফলে প্রাণহানির ঘটনাও বাড়ছে।
এই সংকটময় পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদমিনারে সন্ধার পরে আয়োজন করা হলো “সাপ সর্পদংশন প্রতিকার ও করণীয়” শীর্ষক এক সচেতনতামূলক অনুষ্ঠান। এ আয়োজনের উদ্যোগ নেয় সামাজিক সংগঠন তারুণ্য দিশারী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী বিশেষজ্ঞ মো. আবু সাইদ। তিনি সাপের দংশনের পর তাৎক্ষণিক করণীয়, কোন কোন ভুল এড়িয়ে চলতে হবে এবং সঠিক চিকিৎসা পাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
আলোচনায় তিনি বলেন, “সাপের দংশনে আতঙ্কিত না হয়ে দ্রুত সঠিক ব্যবস্থা নিলে রোগীকে সহজেই বাঁচানো সম্ভব। তবে ভুল পদ্ধতি প্রয়োগ বা সময়ক্ষেপণ মৃত্যুর ঝুঁকি বাড়ায়।”
স্থানীয় মানুষজন জানান, এমন উদ্যোগ গ্রাম ও প্রত্যন্ত এলাকার জন্য খুবই প্রয়োজনীয়। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করা দরকার।