শোক সংবাদঃ বিশিষ্ট সাংবাদিক আমিনুর রহমান টুকু আর নেই

শোকবার্তা

বিশিষ্ট সাংবাদিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কর্মী এবং আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ এর সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু আজ সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ৯টা ৪০ ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর বিদেহী আত্মার মাগফেরাত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন—এই প্রার্থনা করছি।

আমিনুর রহমান টুকু দীর্ঘ চার দশক ধরে সাংবাদিকতা, সমাজসেবা ও মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। তিনি ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসাথে দৈনিক ঝিনাইদহ পত্রিকার সম্পাদক এবং জাতীয় সংবাদ সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। তাঁর ইন্তেকালে ঝিনাইদহ তথা জাতি হারালো একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক, সমাজসেবক ও মানবাধিকার কর্মী।
সমগ্র টিভি পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here