ঝিনাইদহে ট্রফিক পুলিশ কাজে ফেরায় শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা

ঝিনাইদহে ট্রফিক পুলিশ কাজে ফেরায় শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা
ছবিঃ সংগৃহীত

এক সপ্তাহ বাদে ফের কাজে ফিরেছে ঝিনাইদহের ট্রাফিক পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে জেলা শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুরসহ গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেন। এতে স্বস্তি নেমে এসেছে জেলার সাধারণ মানুষের মাঝে।

ট্রাফিফ বিভাগ জানায়, জেলার ৬ উপজেলার ৪০ টি গুরুত্বপূর্ণ স্থানে কাজ শুরু করেছেন তারা। তাদের সহযোগিতা করছে শিক্ষার্থীসহ রেডক্রিসেন্টের সদস্যরা।

এদিকে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। সকালে পোস্ট অফিস মোড়ে কর্মরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সেসময় তাদের পেশাগত দ্বায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থীরা।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here